Wednesday, August 17, 2022

আসমানের নিচে, জমিনের ওপরে কুরআনের পর সবচেয়ে বেশি সমাদৃত ও প্রসিদ্ধ গ্রন্থ কোনটি? সবাই জানি—বোখারি শরিফ। বাংলাভাষায় সর্বপ্রথম এই অমূল্য গ্রন্থের অনুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.।

মুসলিম মাত্র প্রতিটি ঘরে এই গ্রন্থের একটি সংগ্রহ থাকা চাইই চাই। এতে সংকলিত হয়ে আছে আমাদের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণীমালা।

শুধু কি তাই, কত সতর্ক ও বিশুদ্ধ ধারাবাহিকতায় পবিত্র ও বিশুদ্ধ এ বাণীসমগ্র মানবকুলে সংরক্ষিত হয়েছে, তার সাধনার ঘটনাও বিস্ময়কর।

বাংলাভাষার সব বোখারি-ভাষ্য এই গ্রন্থের কাছে ঋণী। বোখারির ব্যাখ্যাগ্রন্থের জগতে এটি পথিকৃ



বোখারী শরীফ বাংলা ১-১০ (শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহঃ) নিউ রশিদিয়া লাইব্রেরির সকল কিতাব পেতে যোগাযোগ করুন ঃ01882125229

No comments: