আলোকিত ভাবনা, মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী
(আল ইরফান পাবলিকেশন্সের সকল বইগুলো পেতে যোগাযোগ করুন 01882125229)
মহান আল্লাহ মানুষকে জ্ঞান অর্জনের উপযোগী করেই সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনের প্রথম নির্দেশ- পড়। দ্বিতীয় নির্দেশও পড়। মুসলিম মাত্রই পড়ানির্ভর জাতি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (সূরা আলাক : ১)। পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন হয়। ইসলামের বিধি-বিধান পালনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। ইসলাম জাগতিক জ্ঞান অর্জনকে মোটেও নিরুৎসাহিত করে না। তবে তা অবশ্যই হতে হবে বৈধ ও মানবকল্যাণমূলক জ্ঞান। আল্লাহ বলেন, তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে আখেরাতের আবাসস্থল অনুসন্ধান
No comments:
Post a Comment